প্রতিদিনের ডেস্ক॥
সম্প্রতি সংসার ভাঙে সংগীত পরিচালক এ আর রহমানের। তার কয়েক ঘণ্টা বাদে সংসার ভাঙার খবর আসে তার সহশিল্পী মোহিনী দেরও। এরপর থেকে গুঞ্জন ওঠে মোহিনীর সঙ্গে সম্পর্ক রয়েছে রহমানের। এবার এক ভিডিও বার্তায় মোহিনী বললেন, আমার জীবনে পিতৃপ্রতিম হলেন রহমান। আট বছরেরও বেশি সময় তার সঙ্গে কাজ করেছি। তাকে অকারণে বিরক্ত করছেন। রহমান আমার বাবার থেকেও বড়!

