১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

নতুন গানে ঝিলিক

প্রতিদিনের ডেস্ক॥
বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক। টিভি অনুষ্ঠান, লাইভ ও রেকর্ডিং-এ সময় দিচ্ছেন নিয়মিত। স্টেজ শো আয়োজন এখন কম হলেও অংশ নিচ্ছেন মাঝেমধ্যে। ক’দিন আগে প্রকাশিত ঝিলিক ও রাজীবের দ্বৈত কণ্ঠের গান ‘তোমাকে চাই ২.০’। এরইমধ্যে গানটি ইউটিউবে মিলিয়ন ভিউ পার করেছে। গানটির মাধ্যমে বেশ প্রশংসা কুড়াচ্ছেন তারা। এদিকে এ গানের রেশ কাটতে না কাটতেই আরও একটি নতুন গানে কণ্ঠ দিয়ে ফেলেছেন ঝিলিক। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। নতুন এ গানের শিরোনাম ‘বৃষ্টি এসে’। গানটি লিখেছেন মোশাররফ হোসেন। আর গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অনিক সাহান। দ্রুতই গানটি কোনো একটি ব্যানারে প্রকাশ পাবে বলে জানালেন ঝিলিক। এ গায়িকা বলেন, বেশ ভালো কথা-সুরের একটি গান। একটি অন্যরকম মজা আছে। আমার গাইতে বেশ ভালো লেগেছে। এটি প্রকাশ পেলে শ্রোতারা একটি ভিন্নধর্মী গান শুনতে পারবেন। এদিকে ঝিলিকের বেশকিছু গানও বর্তমানে প্রকাশের অপেক্ষায় রয়েছে। এরমধ্যে একক ও দ্বৈত গানও রয়েছে। এ গানগুলোও সামনে নির্দিষ্ট সময় পর পর প্রকাশ হবে বলে জানালেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়