১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

সহিংসতার বিরুদ্ধে ঐশ্বরিয়া

প্রতিদিনের ডেস্ক॥
পেশাগত জীবনের চেয়ে এখন ব্যক্তিগত জীবনের কারণেই বেশি চর্চায় থাকেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। যে কারণে প্রতিদিনই তার নানা তথ্য ঘিরে চলছে আলোচনা। বচ্চন পরিবারের মধ্যে অভিনেত্রীর নানা সমস্যা চলছে। এদিকে সম্প্রতি ঐশ্বরিয়ার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে তিনি নারীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে কথা বলেন। ভিডিওর ক্যাপশনে লিখেন- ‘নারীর প্রতি সহিংসতার কথা’। ভিডিওতে তাকে মেয়েদের পথে-ঘাটে চলতে থাকা শোষণের বিরুদ্ধে আওয়াজ তুলতে উদ্বুদ্ধ করতে দেখা গেছে। অভিনেত্রী বলেন, প্রতি মুহূর্তে ঘটে চলা নিপীড়নের জন্য নারীরা দায়ী নয়। তার কথায়, এই সমস্যার মোকাবিলা করতেই হবে। নিজের পোশাক বা ঠোঁটের লিপস্টিকের দিকে আঙ্গুল না তুলে বরং এমন একটা বিষয়কে পুরোপুরি মুছে ফেলার চেষ্টা করুন জীবন থেকে। মাথা উঁচু করে বাঁচুন। কারও কথায় মাথা নত করবেন না। অভিনেত্রীর এই প্রতিবাদ দেখে নানা ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন ভক্তরা। একজন লিখেছেন, আপনার মতো অভিনেত্রী যে এই বিষয় নিয়ে কথা বলছেন, তা সমাজের পক্ষে ভীষণভাবে উপকারের। কেউ কেউ তার সৌন্দর্যের প্রশংসা করে লিখেছেন, ঐশ্বরিয়া হলেন একাধারে সুন্দরী ও শিক্ষিতা। সেই সঙ্গে আবার কেউ কেউ এমনটাও বলেছেন, জয়া বচ্চন ও শ্বেতা বচ্চনের অত্যাচার নিয়ে তা হলে কী বলবেন?

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়