১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

মাহিন্দ্রার নতুন গাড়িতে থাকবে বিমানের মতো কেবিন

প্রতিদিনের ডেস্ক:
মাহিন্দ্রা নতুন এসইউভি আনলো বাজারে। যেখানে অসংখ্য নতুন ফিচার যুক্ত করছে সংস্থা। সম্প্রতি এই সংস্থার মাহিন্দ্রা বিই ০৬ ইভি বাজারে এসেছে। এই এসইউভি প্রথম বৈদ্যুতিক মডেল যা ইনগ্লোব প্ল্যাটফর্মে তৈরি হয়েছে।বর্তমানে এই এসইউভির শুধু বেস ভ্যারিয়ান্টের দাম প্রকাশ করা হয়েছে, আর এর ডিজাইন অনেকটাই ফিউচারিস্টিক রাখা হয়েছে। মাহিন্দ্রার বিই ০৬ ইভির দুটি ভ্যারিয়ান্ট এসেছে বাজারে যেখানে ৫৯ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি এবং ৭৯ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি থাকবে।অসংখ্য ফিচার রয়েছে এই নতুন বৈদ্যুতিক গাড়িতে। ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, ইন্টিগ্রেটেড মাল্টিকালার লাইটিং ইত্যাদি থাকবে এই গাড়িতে। এছাড়া ল্যামিনেটেড কাচ সহ একটি বড় প্যানোরমিক সানরুফ পাওয়া যাবে গাড়িতে। আর এর কেবিনের ডিজাইন দেখলে মনে হবে কোনো বিমানের ভেতরে বসে আছেন।ইনস্ট্রুমেন্টেশন ও ইনফোটেনমেন্টের জন্য এই গাড়িতে ১২.৩ ইঞ্চির একটি ডুয়াল ফ্লোটিং স্ক্রিন রয়েছে, এছাড়া পাবেন একাধিক ড্রাইভিং মোড। মাহিন্দ্রা বিই ০৬ ইভিতে মাত্র ৬.৭ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগ উঠবে। একবার ফুল চার্জ দিলে যাওয়া যাবে ৬৮২ কিলোমিটার।আর এর ছোট ব্যাটারি প্যাকে যাওয়া যাবে ৫৫০ কিমি। রেঞ্জ, এভরিডে ও রেস মোডের সুবিধে তো আছেই এই গাড়িতে। মাহিন্দ্রার এই নয়া ইভির বেস ভ্যারিয়ান্টের দাম রাখা হয়েছে ভারতে ১৮ লাখ ৯০ হাজার রুপি। ২০২৫ সালের মার্চ মাস থেকে গাড়ির ডেলিভারি শুরু হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়