১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

গাছ তো নয়, যেন সবজির সুপারশপ!

ঝিনাইদহ প্রতিনিধি॥
শতবর্ষী বিশাল কড়াই গাছের সঙ্গে লাগানো হয়েছে কাঠের তাক। তাতেই রাখা হয়েছে আলু, পটল, কুমড়া, লাল শাকসহ নানা ধরনের শাক-সবজি। এ দৃশ্য চোখে পড়বে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উপজেলার বৈশাখী ফিলিং স্টেশনের বিপরীতে ভূষণ সড়কে। ব্যতিক্রমী এ দোকানটি করেছেন উপজেলার দক্ষিণ আড়পাড়া গ্রামের মাসুদ রানা। গাছ ঘিরে বানানো তাকগুলোতে সাজানো রয়েছে টাটকা, তরতাজা শাক-সবজি দিয়ে। দামও লিখে রাখা হয়েছে প্রতিটি সবজির গায়ে। দোকানদার না থাকলেও ক্রেতারা নির্ধারিত দাম রেখে পছন্দ মতো সবজি নিয়ে যান। ব্যতিক্রমী এ দোকান দেখতে কৌতূহলী অনেকেই ভিড় করেন সেখানে। মাটি থেকে কয়েক ফুট ওপরে খড় দিয়ে তৈরি করা হয়েছে চালা। তার নিচে কাঠ ও বাঁশ দিয়ে করা হয়েছে সবজি রাখার জন্য চার স্তরের র‌্যাক। সেখানে সাজানো রয়েছে টাটকা, তরতাজা সবজি। স্থানীয়রা এ দোকানটিকে গাছ সুপারশপ বলেই ডাকেন। স্থানীয়রা জানান, এক সময় মালয়েশিয়ায় থাকতেন মাসুদ রানা। কিন্তু স্ত্রীর প্রতারণায় দেশে ফিরে হারিয়েছেন সব কিছু। সংসার চালাতে করেছেন চাকরি ও ব্যবসা। সব কিছু হারিয়ে এক বছর আগে এ গাছটিতে তিনি দোকান দিয়েছেন। কাঠ, বাঁশ ও রড দিয়ে দৃষ্টিনন্দন এ ‘সুপারশপ’টিতে বিক্রি করেন আলু, পটল, উচ্ছে, মিষ্টি কুমড়া, শসা, ঝিঙেসহ প্রায় সব ধরনের শাক-সবজি। যা স্থানীয় বাজার থেকে কিছুটা কম দামে তার দোকানে পাওয়া যায়। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা ও বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে রানার ‘সুপারশপ’।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়