১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

আব্দুল আলিম, সাতক্ষীরা
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সদস্য এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মীদের দক্ষতা উন্নয়নে খুলনায় চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং স্থানীয় সংগঠন উত্তরণের যৌথ আয়োজনে ২৫ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত হোটেল সিটি ইন-এ এই আবাসিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দুর্যোগকালে জরুরিভিত্তিতে সাড়া দেওয়া, প্রাথমিক চিকিৎসা প্রদানের কৌশল এবং দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিমূলক কার্যক্রমের ওপর ধারণা প্রদান করা হয়। তত্ত্বীয় সেশনের পাশাপাশি হাতে-কলমে কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়। এই প্রশিক্ষণ কর্মশালা সাতক্ষীরার জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নিরাপদ পানি ব্যবস্থাপনার পাইলট প্রকল্পের আওতায় আয়োজিত হয়। প্রকল্পটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে। সমাপনী অনুষ্ঠানে ইয়ুথ এডাপটেশন ফোরামের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের অঞ্চলের জনগোষ্ঠী ক্রমাগত ঝুঁকিতে রয়েছে। তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এই ঝুঁকি মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা জরুরি। এই প্রশিক্ষণ কর্মশালা কমিউনিটির মানুষের জন্য একটি বড় সুযোগ।’ সেভ দ্য চিলড্রেনের প্রজেক্ট ম্যানেজার নাসরীন আক্তার বলেন, ‘এই প্রকল্পটি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা নিজ নিজ অঞ্চলে প্রয়োগ করে ইতিবাচক পরিবর্তন আনবেন।’ শেষ দিনে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা এই কার্যক্রমের প্রশংসা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়