তালা প্রতিনিধি॥
সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জাকির হোসেনসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে তালা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটক অপরজন হলেন তালার শাহাপুর গ্রামের ইসহাক আলী (৫৫)। ২৭ নভেম্বর আব্দুল আলিম নামে এক বিএনপি কর্মীর করা মামলায় তাদের গ্রেফতার দেখনো হয়েছে। জেঠুয়া গরুর হাটে চাঁদাবাজির অভিযোগে করা এ মামলায় অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, চাঁদাবাজির মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।