১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

মাগুরায় তাবলিগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

মাগুরা প্রতিনিধি॥
মাগুরায় মার্কাজ সমজিদ নিয়ে তাবলিগ জামাতের দুই গ্রুপ ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে জেলা শহরের ভায়না টেক্সটাইল মিল এলাকায় টেক্সটাইল মিল এলাকায় এ সংঘর্ষের শুরু হয়। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সাদপন্থি রুহুল আমিন বলেন, মাগুরা জেলা মার্কাজ মসজিদ নিয়ে বেশ কয়েকদিন ধরের প্রশাসনের সাথে আলোচনা হচ্ছিল। সর্বশেষ প্রশাসনের অনুমতি নিয়ে শুক্রবার সাদপন্থিরা মসজিদে প্রবেশ করতে গেলে জুবায়েরপন্থিদের বাধার মুখে পড়েন। তাদের দাবি, দীর্ঘদিন সাদপন্থিরা জেলা মার্কাজ মসজিদ পরিচালনা করেছেন। সরকারের পট পরিবর্তন হওয়ার পর জুবায়েরপন্থিরা মসজিদের কার্যক্রম চালাতে যায়। এ সময় উভয়পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তিনি আরও বলেন, সকালে সাদপন্থিদের ওপর হামলা করেন জুবায়েরপন্থিরা। এতে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। দুইজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাগুরা সদর থানার অফিসার ইনর্চাজ ওবায়দুল্লাহ বলেন, জেলা মার্কাজ মসজিদে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় আগামী বৃহস্পতিবার প্রশাসনিকভাবে সিদ্ধান্ত হবে। বর্তমানে জেলা মার্কাজ মসজিদ দুই গ্রুপের কেউ অবস্থান করতে পারবেন না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়