অভয়নগর সংবাদদাতা
নওয়াপাড়ায় সরকারী নন ইউরিয়া সার পাচারকালে তিন হাজার পাঁচ শত পচাশি বস্তা সার জব্দ করা হয়েছে। সার পাচারের ঘটনায় ৩ জন ব্যবসায়ীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। গত সোমবার রাতে অভয়নগর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা প্রসেন মন্ডল বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন মেসার্স সোহাগ এন্টার প্রাইজের মালিক এ কে এম আমিরুল ইসলাম, ইউনিভার্সেল ট্রেড এর মালিক মো: মিজানুর রহমান, মেসার্স স্বপ্তবর্ণা ট্রেডার্সের মালিক রনজিত কুমার সরকার। উপজেলা কৃষি অফিস ও পুলিশ সুত্রে জানা গেছে, রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার বিসিআইসি ডিলার মেসার্স সোহাগ এন্টার প্রাইজের মালিক এ কে এম আমিরুল ইসলাম নওয়াপাড়ার সার আমদানী কারক প্রতিষ্ঠান সাইফুল্লাহ তাকওয়া থেকে ১ হাজার ২শত ২০ বস্তা ডিএপি সার সংগ্রহ করেন। ওই সার তার গুদামে পৌছানোর কথা থাকলেও পরিবহনকারী ট্রান্সপোর্ট তহসিন ট্রান্সপোর্ট মালিক গাজী জিয়াউর রহমান শিরোমনি বাজার, খুলনা এজেন্সির চালানে মো: মনিরুজ্জামান, নওতারা বাজার, ডিমলা নীলফামারী এবং মেসার্স আদনান ট্রেডার্স মালিক রশিদুল ইসলাম, গোমনাতি বাজার ডোমায় নীলফামারীর উদ্যেশ্যে দুটি ট্রাকে ১ হাজার ২ শত ২০ বস্তা সার নিয়ে যাওয়া হচ্ছিল। এ ছাড়া কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ইউনিভার্সেল ট্রেড এর মালিক মো: মিজানুর রহমান ওই আমদানী কারকের নিকট থেকে ৭ শত ৪৪ বস্তা ডিএপি সার সংগ্রহ করেন। ওই সার তার ঠিকানায় চালান না করে মেহেরপুর জেলার পাড়াবাড়িয়া মেসার্স আমানউল্ল্যার ঠিকানায় চালান করে সে উদ্যেশ্যে রওনা হয়। এবং রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার মেসার্স স্বপ্তবর্ণা ট্রেডার্সের মালিক রনজিত কুমার সরকার ১ ডিসেম্বর রাত আনুমানিক ১১ টার সময় নওয়াপাড়ার সার আমদানী কারক প্রতিষ্ঠান সাইফুল্ল্যা তাকওয়ার নিকট থেকে ১ হাজার ২ শত ২১ বস্তা সার ট্রাকে লোড করে। কিন্তু ওই সার তার গুদামে যাওয়ার কথা থাকলেও ট্রাক ড্রাইভার এ সংক্রান্ত কোন কাগজ পত্র দেখাতে পারেনি। এ ব্যাপারে অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, সরকারী বরাদ্দকৃত ভর্তুকীর নন ইউরিয়া (ডিএপি) সার যথাস্থানে না নিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার সময় তা জব্দ করা হয়েছে। ৬ জন ডিলারের সার জব্দ করা হয়। ৩ জন ডিলার বৈধ কাগজপত্র দেখালে তাদের সার ছেড়ে দেয়া হয়েছে। অপর ৩ জনের নামে অভয়নগর থানায় মামলা করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা অনীষ মন্ডল বলেন, সার আটকের ঘটনায় ৩ জন ব্যবসায়ীর নামে মামলা হয়েছে। সার জব্দ করা হয়েছে।