২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

শরণখোলায় প্রতিবন্ধীদের অধিকার আদায় মানববন্ধন

শামীম হাসান সুজন, শরণখোলা
সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর বিএমজেড-পিটি প্রকল্পের আওতায় আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ। দিনের কর্মসূচি শুরু হয় শরণখোলা উপজেলার পাঁচ রাস্তার মোড়ে সকাল ১০টায় একটি মানববন্ধনের মাধ্যমে। এতে প্রতিবন্ধী ব্যক্তি এবং শরণখোলায় কর্মরত বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সমর্থন উদ্যোগটিকে আরও অর্থবহ করেছে। মানববন্ধনের পর, সিডিডি’র শরণখোলা কার্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গান ও নাটিকার মাধ্যমে দিবসটির মূল বার্তা তুলে ধরা হয়। এ ছাড়া, দিবস উপলক্ষে পূর্বে অনুষ্ঠিত প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সিডিডি’র পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচিগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে সহায়তা করবে এবং তাদের সক্ষমতা ও নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়