২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ‘ইসকন’এর ৭৫ জন ভক্ত ভারতে গেল

নিজস্ব প্রতিবেদক॥
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ‘ইসকন’এর ৭৫ জন ভক্ত ভারতে গেল মঙ্গলবার সন্ধা সাড়ে ৫টার দিকে তারা বেনাপোল ইমিগ্রেশনের কার্যাদি সম্পন্ন করে ভারতে প্রবেশ করেন বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসান ভূঁইয়া।
বাংলাদেশের ঢাকা,মুন্সিগঞ্জ,ময়মনসিংহ,বগুড়া রাজশাহী খুলনা,বাগেরহাট, সাভারসহ বিভিন্ন জেলা থেকে এসব ইসকন ভক্তরা ভারতে যাবার জন্য বেনাপোলে আসেন। ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসান বলেন,ঢাকা সাভার ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই দয়াল দাস ব্রক্ষ্মচারীর নেতৃত্বে ৭৫ জন ইসকন ভক্ত ভারতের যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল আসেন।তারা ধর্মীয় আচার পালন করতে ভারতে যাচ্ছেন বলে জানিয়েছেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৭৫ জন ইসকন ভক্তর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারতে গেছেন। শনি ও রোববার ‘সন্দেহজনক যাত্রার’ সন্দেহে ৫৪জন ইসকন ভক্তকে ভারত যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাদের ফেরত পাঠানো হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়