২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

ভাষা শিক্ষায় নতুন বিপ্লব ‘রিশো স্পিচ’

প্রতিদিনের ডেস্ক:
বিশ্বায়নের যুগে ইংরেজি ও অন্যান্য ভাষা শিক্ষার গুরুত্ব প্রতিদিনই বাড়ছে। বিশেষ করে বাংলাদেশের সংকীর্ণ চাকরির বাজারে এই দক্ষতার অভাব প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থা যেখানে এখনও সুদক্ষ জনবল তৈরির পর্যাপ্ত সমর্থন দিতে পারছে না, সেখানে চাকরিপ্রত্যাশী, বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থী কিংবা গবেষকদের ভাষা শিক্ষার জন্য বিকল্প মাধ্যমের প্রতি নির্ভরতা বেড়েই চলেছে। এই চাহিদা মেটাতে সম্প্রতি বাজারে এসেছে একটি অভিনব এআই-ভিত্তিক ভাষা শেখার অ্যাপ ‘Risho Speech’, যা বিশ্বের ২০টিরও বেশি ভাষা শেখার সুযোগ এনে দিয়েছে।অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠানের নাম ‘সনদ’। ‘রিশো স্পিচ’ এর নির্মাতারা জানিয়েছেন, এটি কেবল একটি অ্যাপ নয় বরং ভাষা শেখার ক্ষেত্রে একটি যুগান্তকারী উদ্ভাবন। অ্যাপটি ব্যবহারকারীদের জন্য ইংরেজি ভাষা শেখাকে যেমন সহজ করেছে, তেমনি উন্নত করেছে উচ্চারণ, বাক্য গঠন এবং সাবলীলভাবে কথা বলার দক্ষতা। ব্যবহারকারী কোনো বাক্য বলার সময় যদি ভুল করেন, অ্যাপটি সঙ্গে সঙ্গে তা শনাক্ত করে সঠিক বিকল্প সাজেশন দেয়।শুধু তাই নয়, এটি আরও ভালো বাক্য গঠনের পরামর্শ দিয়ে ব্যবহারকারীর ভাষাগত দক্ষতা উন্নত করে। ব্যবহারকারীরা নিজেদের ভাষা শেখার স্তর অনুযায়ী (প্রাথমিক, মধ্যম, উন্নত) চর্চার বিষয়বস্তু বেছে নিতে পারেন।অ্যাপটির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর মাধ্যমে ভিন্ন ভিন্ন দেশের প্রচলিত উচ্চারণ শেখার সুযোগ। ফোনকলের মাধ্যমে বিভিন্ন দেশের স্থানীয় উচ্চারণে কথা বলার অনুশীলন ব্যবহারকারীদের আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতাকে বাড়িয়ে তোলে। এছাড়াও অ্যাপটিতে রয়েছে ‘বিল্ট-ইন মক টেস্ট’, যা বিশেষত IELTS পরীক্ষার প্রস্তুতিতে অত্যন্ত কার্যকর। স্পিকিং সেকশনের জন্য আলাদা প্রশিক্ষণের সুযোগ থাকায় এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপযোগী।‘রিশো স্পিচ’ অ্যাপটি গুগল প্লে-স্টোরে সহজেই পাওয়া যাচ্ছে। সামান্য মাসিক বা বাৎসরিক সাবস্ক্রিপশন ফি দিয়ে এটি ব্যবহার করা সম্ভব। যারা ইংরেজি ভাষায় সাবলীল হতে চান, উচ্চারণে দক্ষতা অর্জনের স্বপ্ন দেখেন কিংবা আন্তর্জাতিক মানের ভাষা শেখার আনন্দময় অভিজ্ঞতা চান, তাদের জন্য এটি এক আদর্শ সঙ্গী। এটি কেবল একটি অ্যাপ নয়, বরং আত্মবিশ্বাসের সাথে বিশ্বমঞ্চে নিজের দক্ষতা প্রকাশের একটি প্ল্যাটফর্ম।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়