১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

বছর শেষে পিসি ও ট্যাবলেটের বাজার বৃদ্ধির পূর্বাভাস

প্রতিদিনের ডেস্ক॥
২০২৪ সালে পিসি ও ট্যাবলেটসহ ব্যক্তিগত কম্পিউটিং ডিভাইসের বাজার বাড়বে ৩ দশমিক ৮ শতাংশ।
২০২৪ সালে পিসি ও ট্যাবলেটসহ ব্যক্তিগত কম্পিউটিং ডিভাইসের বাজার বাড়বে ৩ দশমিক ৮ শতাংশ। বছর শেষে এসব ডিভাইসের বিক্রি ৪০ কোটি ৩৫ লাখ ইউনিটে পৌঁছবে। গত বুধবার ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
আইডিসির ‘ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি পারসোনাল কম্পিউটিং ডিভাইস’-এর প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) পিসির প্রচারণার কারণে এ বছর পিসি নিয়ে আলোচনা ছিল বেশি। অন্যদিকে উইন্ডোজ ১০-এর সাপোর্ট শিগগিরই বন্ধ হওয়ার সংবাদে অনেকেই নতুন পিসি আপগ্রেডের দিকে ঝুঁকছেন। পারসোনাল কম্পিটারের মার্কেট আলোচনায় থাকলেও চলতি বছর ট্যাবলেটের বিক্রি তুলনামূলকভাবে দ্রুত বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সাল শেষে বিশ্বব্যাপী ট্যাবলেটের বিক্রি ৯ দশমিক ৮ শতাংশ বাড়বে, যা পিসি বিক্রির দশমিক ৮ শতাংশ বৃদ্ধির তুলনায় অনেক বেশি। তবে ২০২৫ সালে পিসির বিক্রি পুনরুদ্ধারের দিকে এগিয়ে যাবে বলে ধারণা করছে আইডিসি। আগামী বছরের শেষে ৪ দশমিক ৩ শতাংশ বাড়বে বৈশ্বিক কম্পিউটারের বিক্রি। কারণ ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের পিসিগুলো উইন্ডোজ ১০ থেকে উইন্ডোজ ১১-এ আপগ্রেড করবে।
গত কয়েক বছর টেক নিউজে এআই একটি প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে, বিশেষ করে এ প্রযুক্তিনির্ভর ডিভাইসের ক্ষেত্রে। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও সীমিত বাজেটের কারণে অনেক করপোরেট কোম্পানি এখনো এআই পিসি বা ট্যাবলেটে তেমন ব্যয় করছে না। কারণ এ পিসিগুলো প্রায়ই উচ্চ মূল্যের হয়ে থাকে।আইডিসির গবেষণা ব্যবস্থাপক জিতেশ উবরানি বলেন, ‘নির্মাতারা যখন এআই পিসি ও ট্যাবলেটকে পরবর্তী বড় উদ্ভাবন হিসেবে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে, এমন সময় সরবরাহ ও চাহিদার মধ্যে বড় ধরনের ব্যবধান দেখা যাচ্ছে। এগুলোর কার্যকারিতা সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা না পাওয়া ও বেশি দামের কারণে ক্রেতারা এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন।’
উবরানি জানান, মাইক্রোসফট, অ্যাপল ও গুগলের মতো কোম্পানিগুলোকে ‘লোকালি প্রসেসড’ এআইয়ের (যে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্লাউড সার্ভারের ওপর নির্ভর না করে সরাসরি ডিভাইসে কাজ করে) প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে। অন্যথায় তারা হার্ডওয়্যার নির্মাতা ও গ্রাহকদের কাছ থেকে প্রতিকূল প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়