প্রতিদিনের ডেস্ক॥
বাবা খেলেছেন জিম্বাবুয়ের হয়ে। দুই ভাই খেলেছেন ইংল্যান্ডের হয়ে। এক ভাই স্যাম কারান তো ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপই জিতে নিয়েছেন। তবে বেন কারান হাঁটলেন বাবার পথে। ইংল্যান্ড না, খেলতে চেয়েছেন জিম্বাবুয়ের হয়ে। আর সেটা সত্যিও হতে যাচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের জন্য রোডেশিয়ানদের দলে ডাক পেয়েছেন বেন কারান। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের জন্য জিম্বাবুয়ের স্কোয়াড ঘোষণা করেছে সোমবার। সেই দলে বাঁহাতি ব্যাটার বেন কারান এবং বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামহুরি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। ২৮ বছর বয়সী বেন কারান ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দলে নিজের জায়গা করে নিয়েছেন। তিনি প্রয়াত কেভিন কারেনের ছেলে, যিনি জিম্বাবুয়ের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার এবং কোচ ছিলেন। কেভিন কারেন জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ১১ ওয়ানডে। ১৯৮৩ থেকে ১৯৮৭ সালের সময়ে ছিলেন দলের অংশ। তার দুই ছেলে টম ও স্যাম খেলেছেন ইংল্যান্ডের হয়ে। অন্য ছেলে বেন খেলবেন জিম্বাবুয়ের জার্সিতে। এদিকে মাত্র ১৮ বছর বয়সী নিয়ামহুরি দেশের উদীয়মান তরুণ প্রতিভাদের একজন। তিনি এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে আট উইকেট নিয়ে জিম্বাবুয়ের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন। তাকে এরইমাঝে দেশটির ক্রিকেটে আগামীদিনের ভবিষ্যত বলা হচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আগামী ১১, ১৩ এবং ১৪ ডিসেম্বর তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং ১৭, ১৯ এবং ২১ ডিসেম্বর তিনটি আন্তর্জাতিক ওয়ানোডে ম্যাচ খেলা হবে। হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে সবকটি ম্যাচ। কারেন এবং নিয়ামহুরি দুজনেই ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। এই দলে ফিরে এসেছেন পেস বোলার ভিক্টর নিয়াউচি। সবশেষ পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন ফারাজ আকরাম, ব্র্যান্ডন মাভুটা এবং ক্লাইভ মাদান্দে জায়গা নিয়েছেন। টি-টোয়েন্টি স্কোয়াডে কেবল দুটি পরিবর্তন হয়েছে। নিয়ামহুরি দলে যোগ দিয়েছেন ওপেনার তাকুডজওয়ানাশে কাইতানোর সঙ্গে।

