২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

ইউক্রেনের জন্য বিশ্বব্যাংকের ঋণ তহবিলে ২০ বিলিয়ন ডলার দিলো যুক্তরাষ্ট্র

প্রতিদিনের ডেস্ক:
ইউক্রেনের জন্য গ্রুপ অব সেভেন (জি সেভেন)-এর বরাদ্দ ৫০ বিলিয়নের ডলার ঋণের মধ্যে ২০ বিলিয়ন ডলার বিশ্বব্যাংকের মধ্যস্থতাকারী তহবিলে প্রদান করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। যুদ্ধবিধ্বস্ত দেশটিকে আর্থিক সহায়তার জন্য এই ঋণের ঘোষণা দেওয়া হয়েছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।ট্রেজারি বিভাগ বলেছে, অক্টোবরে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে ২০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তারা। এরই পরিপ্রেক্ষিতে এই অর্থ স্থানান্তরিত করা হলো। ইউরোপীয় ইউনিয়নেরও একই পরিমাণ ঋণ দেওয়ার কথা রয়েছে যার কিছু অংশ আসবে ব্রিটেন, কানাডা ও জাপানের ছোট ঋণ থেকে। আর বাকিটা আসবে হিমায়িত রুশ সম্পদের মুনাফা থেকে।জানুয়ারিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের আগে, যুক্তরাষ্ট্রের এই অর্থ প্রদানের লক্ষ্য হলো, আগত ট্রাম্প প্রশাসনের হাত থেকে এই তহবিলগুলোকে বন্ধ হওয়া থেকে রক্ষা করা। কেননা, ট্রাম্প অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে খুব বেশি সহায়তা দিচ্ছে এবং তিনি দ্রুত যুদ্ধ শেষ করবেন বলে জানিয়েছেন। তবে ট্রাম্প কীভাবে এটি করবেন তা বিস্তারিত উল্লেখ করেননি।প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন প্রাথমিকভাবে ২০ বিলিয়ন ঋণকে দুইভাবে ভাগ করে দিতে চেয়েছিলেন: ১০ বিলিয়ন ডলার সামরিক সহায়তার জন্য এবং বাকি ১০ বিলিয়ন অর্থনৈতিক সাহায্যের জন্য। তবে সামরিক ব্যয়ের জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন যেটিকে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের ব্যাপক বিজয় আরও কঠিন করে তুলেছে। মঙ্গলবারের ঋণ স্থানান্তরের সম্পূর্ণ অর্থ বেসামরিক উদ্দেশ্যে ব্যয়ের জন্য দেওয়া হবে।ট্রেজারি বলেছে, এই অর্থ বিশ্বব্যাংকের একটি নতুন তহবিলে স্থানান্তর করা হয়েছে। নতুন এই তহবিলের নাম ফ্যাসিলিটেশন অব রিসোর্সেস টু ইনভেস্ট ইন স্ট্রেংথেনিং ইউক্রেন ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি ফান্ড (ফোরটিস ইউক্রেন এফআইএফ। বৈশ্বিক ঋণদাতা বোর্ড অক্টোবরে এই তহবিল গঠনের অনুমোদন দেয়। শুধু রাশিয়া এই তহবিলের বিপক্ষে ছিল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়