২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

সুখেই থাকিস দুঃখের কোলে

প্রতিদিনের ডেস্ক:
তুই গিয়েছিস যোজন দূরে এই আমাকে ছেড়ে,
বিষাদ জলাঞ্জলি দিয়ে সুখ ভাসানোর তোড়ে।
ঘর বেঁধেছিস অচিন পুরে পরকে আপন করে,
চোখ বুজলে তোর কি এখন আমায় মনে পড়ে!
তুই রয়েছিস মনের ভেতর দহন ছাড়খাড়ে,
বাসতে গিয়ে ভালোবাসার ভীষণ লজ্জা হারে।
পার পেয়েছিস বলবি এখন স্বপ্ন আঁকড়ে ধরে,
চোখ বুজলে তোর কি এখন আমায় মনে পড়ে!
তুই মেতেছিস নিঠুর খেলায় অন্য বাহু ডোরে,
মনের অনল নীরব রেখে রোদ-বৃষ্টি-ঝরে।
কাজল মুছিস নয়ন কোণে জল জমলে পরে,
চোখ বুজলে তোর কি এখন আমায় মনে পড়ে!
তুই দিয়েছিস দহন ভীষণ আমার জীবন ভরে,
না-বলা সব কান্না এখন করুণ হৃদয় সুরে।
সুখেই থাকিস দুঃখের কোলে বাকি সময়জুড়ে,
চোখ বুজলে তোর কি এখন আমায় মনে পড়ে!

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়