১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

দেবহাটার পারুলিয়া গ্রামকে আদর্শ গ্রাম ঘোষনা করলেন ডিসি

রুহুল আমিন দেবহাটা
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ বলেছেন, সুনাগরিক হিসেবে প্রতিষ্টিত হতে নিজের একাগ্রতা ও সবার দোয়া লাগে। মহান আল্লাহ মালিকের রহমত ছাড়া একটি গ্রামে অনেকগুলি গুনি মানুষের জন্ম হতে পারেনা। তিনি মাঝ পারুলিয়া গ্রামে এতগুলো গুনি মানুষের জন্ম হয়েছে উল্লেখ করে বলেন, এই মানুষদের ছোয়ায় এই গ্রামটি একটি আদর্শ গ্রামে পরিনত হয়েছে। জেলা প্রশাসক মাঝ পারুলিয়া গ্রামে গুনি মানুষদের অবস্থানের পাশাপাশি এখানের অর্থনৈতিক অবস্থা ও কর্মজীবি মানুষদের প্রশংসা করেন। তিনি কৃষির উপরে গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করে বলেন, আমাদের এই দেশকে স্বয়ং সম্পূর্ণ করতে একটি গ্রাম থেকেই উন্নয়নের সূচনা করতে হবে। মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ন সম্পর্ক স্থাপন করার উপরে তিনি গুরুত্বারোপ করেন। শুক্রবার ১৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে পারুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের মাঝ পারুলিয়া গ্রামকে আদর্শ গ্রাম ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখাকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ উপরোক্ত কথাগুলো বলেন। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। সমাজসেবক আহম্মাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব সফিকুল ইসলাম, দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, জেলা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সাবেক পারুলিয়া ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়