১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
কিশোর কন্ঠ ফাউন্ডেশনে যশোরের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা শুক্রবার মিউনিসিপ্যাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা সকাল সাড়ে ৯.শুরু হয় ও শেষ হয় ১২ টা ২০ মিনিটে। এবছর যশোর সদরের শিক্ষাপ্রতিষ্ঠান গুলো থেকে মোট ১০৪০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। পরীক্ষা চলাকালীন যেসকল মেহমান হল পরিদর্শন করেন, তারা হলেন কিশোর কন্ঠ ফাউন্ডেশন যশোরের চেয়ারম্যান মোস্তফা কামাল, কিশোর কন্ঠে রসাবেক চেয়ারম্যান নুরুজ্জামান ও অ্যাড. আব্দুর রহমান। প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান, শিশু সাহিত্যেক ও কবি জোবায়ের হোসেন সহ কিশোর কন্ঠ ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। চতুর্থ শ্রেনী থেকে দশম শ্রেনীর স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করে। বাংলা, ইংরেজি, গনিত ও সাধারণ জ্ঞান চারটি বিষয়ে মোট ২০০ নাম্বারের পরীক্ষা হয়। পরীক্ষায় উত্তীর্ণদের মোট ১ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হবে। পরীক্ষার ফলাফল ২৫ সালের জানুয়ারীতে স্থানীয় পত্রিকা ও কিশোর কন্ঠ ফাউন্ডেশন, যশোরের ফেসবুক পেজে প্রকাশ কারা হবে। ২৫ সালে ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক ভাবে বৃত্তি প্রদান করা হবে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়