প্রতিদিনের ডেস্ক:
আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় মিষ্টি একটি অপরিহার্য উপাদান। চা, কফি, মিষ্টি বা বিভিন্ন রান্নায় মিষ্টি স্বাদ আনতে আমরা সাধারণত চিনি ব্যবহার করি। তবে সাম্প্রতিক সময়ে চিনির পরিবর্তে গুড় ব্যবহারের প্রবণতা বেড়েছে। তবে অনেকের মনে প্রশ্ন জাগে—চিনি নাকি গুড়, কোনটি স্বাস্থ্যের জন্য ভালো? এ প্রসঙ্গে বিস্তারিত জানুন আজকের প্রতিবেদনে।চিনির উপকারিতা ও ক্ষতিকর দিক চিনি হলো সুক্রোজ নামক রাসায়নিক যৌগ। এটি সাধারণত আখ বা বিট থেকে তৈরি হয়। যদিও চিনি দ্রুত শক্তি যোগায়, তবে এটি অতিরিক্ত পরিমাণে খেলে শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।ফাঁপা ক্যালরি: চিনিতে কোনো পুষ্টিগুণ নেই।এটি শুধুই ক্যালরি যোগায়, যা ওজন বাড়ায় এবং দীর্ঘমেয়াদে মেটাবলিজমের ওপর প্রভাব ফেলে।রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি: চিনি দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়ায়। ফলে ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পায়।হার্টের রোগের ঝুঁকি: চিনি বেশি খেলে কোলেস্টেরল বাড়ে, যা হার্টের রোগের কারণ হতে পারে। গুড়ের গুণাগুণ
গুড় হলো আখ বা খেজুরের রস থেকে তৈরি একটি প্রাকৃতিক মিষ্টি। এটি চিনি থেকে অনেক বেশি পুষ্টিগুণে সমৃদ্ধ। গুড়ে থাকে আয়রন, ম্যাগনেশিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম এবং বিভিন্ন ভিটামিন।পুষ্টিগুণে সমৃদ্ধ: গুড়ে থাকা আয়রন রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে। এ ছাড়া ম্যাগনেশিয়াম পেশি ও স্নায়ুর কার্যকারিতা উন্নত করে।ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে: গুড় শরীর থেকে টক্সিন দূর করতে সহায়তা করে। এটি লিভার পরিষ্কার রাখে এবং হজম প্রক্রিয়া উন্নত করে।রক্তচাপ নিয়ন্ত্রণ: গুড়ে থাকা পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং শরীরের পানির ভারসাম্য বজায় রাখে।ঠাণ্ডা-কাশি দূর করে: গুড় গরম পানি বা দুধে মিশিয়ে খেলে ঠাণ্ডা-কাশি কমে এবং শ্বাসতন্ত্রের সমস্যা দূর হয়। চিনি ও গুড়ের তুলনা চিনি ও গুড়ের মধ্যে প্রধান পার্থক্য হলো পুষ্টিগুণ ও প্রক্রিয়াজাতকরণে। চিনি বেশি প্রক্রিয়াজাত এবং এতে ফাঁপা ক্যালরি থাকায় এটি দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়ায়। এর ফলে ডায়াবেটিস ও হার্টের রোগের ঝুঁকি বাড়ে। অন্যদিকে গুড় প্রাকৃতিকভাবে প্রস্তুত এবং এতে আয়রন, পটাসিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়ামসহ বিভিন্ন পুষ্টিগুণ থাকে। যা শরীরকে রোগ প্রতিরোধে সহায়তা করে, হজম উন্নত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। তবে অতিরিক্ত সেবনে উভয়েরই ক্ষতিকর প্রভাব রয়েছে।কোনটি খাবেন আপনার স্বাস্থ্যের ওপর নির্ভর করে চিনি বা গুড় বেছে নিতে হবে। গুড় প্রাকৃতিক ও পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় এটি চিনির তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর। তবে ডায়াবেটিস বা ওজন কমানোর প্রয়াসে থাকলে গুড়ও পরিমিত মাত্রায় খেতে হবে, কারণ এতে প্রাকৃতিক চিনি থাকে।গুড় ব্যবহারে কিছু পরামর্শ সকালে এক গ্লাস গরম পানিতে গুড় মিশিয়ে খেলে শরীরের বিষাক্ত পদার্থ দূর হয়। রান্নায় বা মিষ্টি তৈরিতে চিনি বাদ দিয়ে গুড় ব্যবহার করতে পারেন। গুড়ের তৈরি চা বা লাড্ডু স্বাস্থ্যকর বিকল্প হতে পারে।চিনি বা গুড়—যেকোনো কিছুই অতিরিক্ত খেলে তা ক্ষতিকর হতে পারে। তবে প্রাকৃতিক পুষ্টিগুণের কারণে গুড় স্বাস্থ্যের জন্য ভালো। চিনির পরিবর্তে গুড় ব্যবহার করলে আপনি শুধু মিষ্টি স্বাদই পাবেন না, বরং শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টিও পাবেন। তাই সুস্থ থাকতে মিষ্টির বিকল্প হিসেবে গুড়কেই প্রাধান্য দিন।

