প্রতিদিনের ডেস্ক:
ব্যাংকসহ দেশের আর্থিক খাত গত ৫৩ বছরে অনেকদূর এগিয়েছে। তবে যতদূর এগোনোর কথা ছিল, ততদূর এগোতে পারেনি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।রবিবার (২৯ ডিসেম্বর) বিআইবিএমের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গভর্নর বলেন, দেশের আর্থিক খাত আশানুরূপ এগোতে পারেনি।আমাদের সবার আলাদা আলাদা দায়িত্ব ছিল। সবাই হয়তো সেই দায়িত্ব পালন করতে পারিনি। তবে বিষয়টি নিয়ে আত্মসমালোচনা করা দরকার। তিনি আরো বলেন, ব্যাংকিং ট্রেনিংয়ের পাশাপাশি নৈতিকতা বোধ বৃদ্ধির চর্চা চালু করতে হবে।তা নাহলে অর্থই অনর্থের মূলে পরিণত হবে। কারণ ব্যাংক পরিচালনার জন্য অভিজ্ঞতার পাশাপাশি সৎ, মানবিক ও নৈতিক ব্যাংকারের প্রয়োজন।গভর্নর আরো বলেন, আন্তর্জাতিক ব্যাংকিংয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এ জন্য সবুজ ব্যাংকিং ও আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্ব দেওয়া দরকার।কেন্দ্রীয় ব্যাংকে অনেক ফান্ড পড়ে আছে, এগুলো নিতে ব্যাংকগুলো আগ্রহ দেখায় না। এ জায়গায় থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি।তিনি আরো বলেন, ব্যাংক খাতের নতুন চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করতে হবে। এর মধ্যে জলবায়ু ও গ্রীণ ফাইন্যান্সিং নিয়েও বিআইবিএমকে কাজ করতে হবে। সাসটেইনেবল ফাইন্যান্স বাদ দিয়ে ব্যাংক খাত এগিয়ে যাওয়া সম্ভব না।এ জন্য এসএমই ও গ্রীণ ফাইন্যান্স নিয়ে ট্রেনিং দিতে হবে। এ ছাড়া আন্তর্জাতিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পরিবেশ বান্ধব হওয়ার দিকে এগোতে হবে।এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেসরকারি খাতের সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন, বিআইবিএমের মহাপরিচালক আক্তারুজ্জামান ও বিআইবিএম’র অধ্যাপক শাহ মো. আহসান হাবীব প্রমুখ।

