প্রতিদিনের ডেস্ক॥
চীনের পর এবার রেডমি নোট ১৪ সিরিজ আসছে বিশ্ববাজারে। ১০ জানুয়ারি এ সিরিজের স্মার্টফোনের সঙ্গে রেডমি বাডস ৬ প্রো ও রেডমি ওয়াচ ৫ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে বলে জানিয়েছে শাওমির এ সাবব্র্যান্ড। একই দিনে শাওমির ১৬৫ ওয়াটের পাওয়ার ব্যাংকও উন্মোচন করা হবে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।
রেডমি নোট ১৪ সিরিজের মধ্যে রয়েছে নোট ১৪, নোট ১৪ প্রো ও নোট ১৪ প্রো প্লাস। চীনে এ সিরিজ লঞ্চ হয় গত সেপ্টেম্বর এবং ভারতীয় বাজারে আসে ডিসেম্বরে। এবার গ্লোবাল ভ্যারিয়েন্টের ফোনগুলোয় থাকছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, এআই সাপোর্টেড ফটো এডিটিং সুবিধা, আইপি৬৮ রেটেড পানি ও ধুলা প্রতিরোধক্ষমতা এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস টু।
নোট ১৪ ফোনে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭ হাজার ২৫ চিপসেট। নোট ১৪ প্রোতে ডাইমেনসিটি ৭ হাজার ৩০০ ও প্রো প্লাস মডেলে স্ন্যাপড্রাগন ৭ এসজেন৩ চিপসেট ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক হাইপারওএস ও ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাও থাকছে।রেডমি বাডস ৬ প্রো ইয়ারফোনে ৫৫ ডিবি পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন ও একক চার্জে ৩৬ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ দেয়া হবে।
রেডমি ওয়াচ ৫-এ থাকবে ২ দশমিক ৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, হাইপারওএস ২ ইন্টারফেস ও একবার চার্জে ২৪ দিন ব্যবহারের সুবিধা।
দাম ও বৈশিষ্ট্যের দিক থেকে এ ডিভাইসগুলো বিশ্ববাজারে রেডমি ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গত বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক পর্যায়ে বাজারজাতের পর বাংলাদেশের বাজারে উন্মোচন হয় রেডমি নোট ১৩। এ মডেলে আছে ট্রিপল ক্যামেরা সিস্টেম, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ১২০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লে। অন্যদিকে উন্নত পারফরম্যান্স নিশ্চিতে ডিভাইসটিতে ব্যবহার করা হয় কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর।

