প্রতিদিনের ডেস্ক
লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হয়েছেন ঋষভ পান্ত।লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হয়েছেন ঋষভ পান্ত। আগেই জানা গিয়েছিল লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হতে যাচ্ছেন ঋষভ পান্ত। সোমবার আনুষ্ঠানিকভাবে তাকেই অধিনায়ক হিসেবে পরিচয় করিয়েছে লখনউ ফ্র্যাঞ্চাইজি। ফলে এই বছর আইপিএলে তার নেতৃত্বে খেলবে লখনউ। দায়িত্ব পেয়ে নিজের প্রতিক্রিয়ায় পান্ত বলেছেন, দলের জন্য নিজের দুইশ ভাগ উজাড় করে দেবেন তিনি। মেগা নিলামে পান্তকে ২৭ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লখনউ। সোমবার অধিনায়ক হিসেবে তাকে পরিচয় করিয়ে দিতে সঙ্গে ছিলেন দলটির মালিক সঞ্জীব গোয়েনকা ও মেন্টর জহির খান। সেখানে লখনউর নতুন অধিনায়ক জানান, ‘আমার ওপর আস্থা রাখায় লখনউ পরিবারকে ধন্যবাদ। আমি দলের জন্য দুইশ ভাগ উজাড় করে দেবো। আর এটাই আমার অঙ্গীকার।’ ফ্র্যাঞ্জাইজিটির প্রথম তিন মৌসুমে নেতৃত্ব দিয়েছেন লোকেশ রাহুল। এবার অবশ্য নিলামে যেতে হয়েছে তাকে। আর পান্ত এর আগে দিল্লি ক্যাপিটালসে ছিলেন দীর্ঘ সময়, সেই ২০১৬ সাল থেকে। দলটির অধিনায়কের দায়িত্বও পান ২০২১ সালে। তার পর তো ২০২৩ সালে গাড়ি দুর্ঘটনায় ছিটকে গেছেন। ইডেন গার্ডেনসে আইপিএল শুরু হবে ২১ মার্চ। চলবে ২৫ মে পর্যন্ত। এই বছরে পাঞ্জাবের পর দ্বিতীয় দল হিসেবে নতুন অধিনায়ক ঘোষণা করেছে লখনউ। পাঞ্জাব কিংসের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।