৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

৯ বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন!

প্রতিদিনের ডেস্ক॥
সর্বকনিষ্ঠ স্নাতক হিসেবে রেকর্ড করতে চলেছে বিস্ময় কিশোর। হল্যান্ডের রাজধানী আমস্টারডামের বাসিন্দা বিস্ময় বালকের নাম লরেন্ট সিমন্স। বয়স মাত্র ৯। আগামী ডিসেম্বরে স্নাতক হয়ে যাবে সিমন্স। আইন্ডহোভেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলেছে ৯ বছরের কিশোর। এখন ফলপ্রকাশের অপেক্ষায়। যে বিষয় নিয়ে পড়াশুনো করতে আর পাঁচজন পড়ুয়ার যথেষ্ট ঝক্কি পোহাতে হয়। তা এই বয়সেই সামলে নিয়েছে লরেন্ট। বেলজিয়ামে জন্ম লরেন্টের। মাত্র চার বছর বয়সেই স্কুলে যাওয়া শুরু করে লরেন্ট। তারপর পাঁচ বছরের পড়াশুনা শেষ করে ফেলেছিল মাত্র ১২ মাসে। উচ্চমাধ্যমিক স্তরের পড়াশোনা শেষ করেছে মাত্র আট বছরেই। তারপর ভর্তি হয় ইঞ্জিনিয়ারিংয়ে। সেই পড়াও শেষ হয়েছে মাত্র ৯ মাসে। স্নাতক হওয়ার পর পরবর্তী পরিকল্পনাও ছকে ফেলেছে লরেন্ট। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি–র পাশাপাশি ডাক্তারির পড়াশুনা শুরু করবে লরেন্ট। বিস্ময় কিশোরের আই কিউ ১৪৫। সর্বকনিষ্ঠ স্নাতক হিসেবে রেকর্ড গড়তে চলেছে লরেন্ট। ১৯৯৪ থেকে এই রেকর্ড ছিল মাইকেল কিয়ার্নির। মাত্র ১০ বছর বয়সে আলাবামা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছিল কিয়ার্নি। যে রেকর্ড আগামী ডিসেম্বরেই ভেঙে দেবে লরেন্ট। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয় লরেন্টকে তাঁদের প্রতিষ্ঠানে পড়ার আমন্ত্রণ জানিয়েছে। তবে লরেন্টের বাবার কথায়, ‘‌শুধু পড়াশুনাই নয়। খেলাধুলাতেও মনোযোগী লরেন্ট। প্রিয় কুকুর ও মোবাইল নিয়ে খেলতে ভালবাসে।’‌

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়