৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

উচ্চ প্রবৃদ্ধির জাল তথ্য দিত শেখ হাসিনা সরকার

প্রতিদিনের ডেস্ক॥
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির বিষয়টি ‘ভুয়া’। শেখ হাসিনার দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনাও করেছেন ড. ইউনূস।
গতকাল বৃহস্পতিবার সুইস আলপাইন রিসোর্টে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, ‘তিনি (শেখ হাসিনা) দাভোসে সবাইকে বলেছিলেন কিভাবে একটি দেশ পরিচালনা করতে হয়। কেউই তখন নিয়ে প্রশ্ন তোলেননি। এটি মোটই ভালো কথা নয়।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘এরজন্য পুরো বিশ্ব দায়ী। এটি বিশ্বের জন্য শিক্ষা হয়ে রইল। তিনি (শেখ হাসিনা) বলেছিলেন, আমাদের প্রবৃদ্ধির হার অন্য সবাইকে ছাড়িয়ে গেছে। এটি ছিল সম্পূর্ণ জালিয়াতি।’তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে প্রবৃদ্ধির হার নিয়ে চিন্তিত নই। আমি একেবারে তৃণমূলের মানুষের জীবনমান নিয়ে চালিত। আমি এমন একটি অর্থনীতি আনতে চাই, যা সম্পদ পুঞ্জীভূত করার ধারণাকে বদলে দেবে।’
ড. ইউনূস শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি দাবি জানিয়েছেন। যাতে করে তার অপকর্মের জন্য তাকে বিচারের মুখোমুখি করা যায়।
চীনকে বাংলাদেশের দীর্ঘমেয়াদী বন্ধু হিসেবে উল্লেখ করে ইউনূস বলেন, ‘নয়াদিল্লির সঙ্গে টানাপোড়েন সম্পর্ক ব্যক্তিগতভাবে আমাকে অনেক কষ্ট দেয়।’ তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক সবচেয়ে শক্তিশালী হওয়া উচিত। বাংলাদেশের মানচিত্র না এঁকে আপনি ভারতের মানচিত্র আঁকতে পারবেন না।’
রয়টার্সে প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়