২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

বেনাপোল থেকে এস এ পরিবহনে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
৪৯ ব্যাটেলিয়ন যশোর বেনাপোল বিজিবি বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে এক অভিযান চালিয়ে এসএ পরিবহনের কার্গো ট্রাক থেকে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করেছে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে শাড়ী, থ্রিপিচ, চকলেট, জিরা, কিচমিচ,কম্বল, তৈরী পোশাক এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী। এ গুলো অবৈধভাবে ভারত থেকে চোরাচালানির মাধ্যমে এনে এস এ পরিবহনের কার্গো ট্রাকটিতে করে দেশের বিভিন্ন স্থানে পাচার করছিল বলে বিজিবির পক্ষ থেকেএক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজিবির পক্ষ থেকে যশোর ব্যাটেলিয়ান ৪৯ বিজিবি অধিনায়ক অধিনায়ক সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, বেশ কিছুদিন যাবত চোরাকারবারীরা সাধারণ পণ্যের অন্তরালে শুল্ক ফাঁকি দিয়ে আনানয়নকৃত ভারতীয় শাড়ী, তৈরী পোশাক, কম্বল এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী বেনাপোল থেকে এসএ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল। ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে গত ২৩ জানুয়ারি রাত সাড়ে দশটার দিকে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত টাস্কফোর্স অভিযানে নাভারন সার্কেলের সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান, শার্শা উপজেলার নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান শার্শা ও বেনাপোল থানার অফিসার ইনচার্জসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যসহ উপস্থিত ছিলেন। টাস্কফোর্সের মাধ্যমে যশোর জেলার শার্শার বিজিবি’র আমাড়াখালী চেকপোস্টের সামনে এসএ পরিবহনের একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো ড-১৪-০১৭০) তল্লাশি করে ভারতীয় ৮৮২টি শাড়ী, ৪৫৩টি থ্রীপিচ, ২৪৯টি তৈরী পোশাক সামগ্রী, ৪টি কম্বল, ১৮ প্যাকেট কিসমিস, ১৪ প্যাকেট জিরা, ২৩ জোড়া স্যান্ডেল, ৪৮টি রিয়েলমি হেডফোন, ৩৭হাজার ১৬০টি বিভিন্ন প্রকার চকলেট এবং ৬৪৬টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এর বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮৬ লাখ ৬ হাজার ৪ শত ৭৫ টাকা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়