৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

‘ভারতের দিকে ঝুঁকে ক্ষমতায় আসার প্রচেষ্টাকে জনগণ রুখে দিবে’

প্রতিদিনের ডেস্ক॥
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আসল দেশ এ দেশ নয়, তাদের আসল দেশ হচ্ছে ভারত। এ দেশের সম্পদ লুটপাট করে তারা ভারতে পালিয়ে গেছে। যে ভারত বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক কখনো তা সহ্য করেনি, সেই ভারতের দিকে মাথা ঝুঁকিয়ে ক্ষমতায় আসার যেকোনো প্রচেষ্টাকে বাংলাদেশের জনগণ রুখে দিবে।
তিনি আরো বলেন, আমরা আধিপত্যবাদকে মানি না। আমরা আর ফ্যাসিবাদকে ফেরত আসতে দেব না। একাত্তর সাল থেকে ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভারত আওয়ামী লুটপাটকারীদের আশ্রয় দিয়েছে। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। সকল দলকে স্বাধীন সার্বভৌম প্রশ্নে এক কাতারে এসে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
শুক্রবার কুমিল্লার মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. সরোয়ার উদ্দিন সিদ্দিকী।
মনোহরগঞ্জ উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহর পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন, মাওলানা জহিরুল ইসলাম জাবেরী, শাহাবুদ্দিন আহমেদ, ডা. কাউসার হামিদ, সৈয়দ কামরুল হাসান, সাইফুল বারী তুহিন, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমির মহিউদ্দিন, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, রবিউল ইসলাম, মিজানুর রহমান, আবদুল গোফরান, সাইফুল সালেহী, মাওলানা আবদুল মোতালেব ও মাওলানা মাকসুদুল আলম।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়