২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

ভিন্নরূপে সঞ্চালনায় তাহসান

প্রতিদিনের ডেস্ক॥
বিশ্ব জুড়ে ৭৫টিরও বেশি দেশে জনপ্রিয় ‘ফ্যামিলি ফিউড’ অবশেষে বাংলাদেশে আসছে। আগামী ২৭শে জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’র সম্প্রচার। এই অনুষ্ঠানটির মাধ্যমে ভিন্নরূপে সঞ্চালনায় ফিরছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এ নিয়ে বুধবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় তাহসান বলেন, বিশ্ব জুড়ে ৭৫টিরও বেশি দেশে জনপ্রিয় ‘ফ্যামিলি ফিউড’। প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক শো-তে হোস্ট করতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমাদের সংস্কৃতির সঙ্গে মানানসই ও পারিবারিক সম্পর্ক
এবং বন্ধনের গুরুত্ব তুলে ধরতে এ ধরনের শো আমাদের সমাজে ইতিবাচক পরিবেশ তৈরি করতে সাহায্য করবে। ‘ফ্যামিলি ফিউড’ বাংলাদেশে থাকছে ২৪টি পর্ব, প্রতি পর্বে দুটো পরিবার মুখোমুখি হবে। মোট তিনটি রাউন্ডে সার্ভে প্রশ্নের সেরা উত্তরগুলো অনুমান করে পয়েন্ট জিতে নেয়ার সুযোগ থাকছে। থাকছে নগদ পুরস্কার ও বিশেষ উপহার। বিজয়ী টিম পাবে ‘ফাস্ট মানি’ নামের বোনাস রাউন্ড খেলার সুযোগ। দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় থেকে শুরু করে নানা রকম ট্রেন্ডি টপিক নিয়ে এসব প্রশ্ন করা হয়েছে আর প্রশ্নের মধ্যে থাকছে দেশি টুইস্ট। অনুষ্ঠানে থাকছে কয়েকটি স্পেশাল এপিসোড। এতে থাকবেন মনোজ প্রামাণিক, শাহনাজ খুশি, বৃন্দাবন দাশ, মৌসুমী মৌ, মারিয়া কিসপট্টাসহ অনেকে। একটি বেসরকারি টিভিতে প্রচারের পর শো-টি দেখা যাবে বঙ্গ অ্যাপে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়