উৎপল মণ্ডল, শ্যামনগর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শ্যামনগর কমিটির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।২৪ জানুয়ারী (শুক্রবার)বিকাল ৩ টায় উপজেলার জাহাজঘাটা এলাকায় অনুষ্ঠিত উক্ত পথসভায় পৌর বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল ও নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি’র কর্মী সমর্থকরা অংশ নেয়। পুরো বিএনপি’র সদস্য সচিব শামসুজ্জোহা টুটুলের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শেখ রবিউল ইসলাম।এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন আজু মোল্লা, ফরিদ হোসেন, আরেফিন সিদ্দিকী প্রমূখ। পথসভায় বক্তারা সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীমকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা করেন। প্রসঙ্গত উল্লেখ্য সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্র হতে আব্দুল আলীমকে সংসদীয় টিমের প্রধন করা হয়েছিল। জানা যায় গত ১৯ জানুয়ারি জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে উপজেলা ও পৌর বিএনপি’র গঠনের ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে ২১ জানুয়ারি সদস্য সচিবের স্বাক্ষরে ১৯ তারিখের দুটি কমিটিসহ বিএনপি’র পূর্ববর্তী উপজেলা কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়।এমন পরিস্থিতিতে পরিষ্কার দুই ভাগে বিভক্ত হয়ে পড়া বিএনপির একাংশ জেলা বিএনপি এর সদস্য সচিব কে শ্যামনগরে আবাঞ্ছিত ঘোষণা করেন।