প্রতিদিনের ডেস্ক॥
ইপসউইচ টাউনের বিপক্ষে শনিবার রাতে ৪-১ গোলে জয় পেয়েছে লিভারপুল। এ ম্যাচে একটি গোল করেছেন মোহাম্মদ সালাহ। এই গোলেই প্রিমিয়ার লিগের গোলসংখ্যায় থিয়েরি অঁরিকে ছাড়িয়ে গেছেন মিশরীয় তারকা। প্রিমিয়ার লিগে সালাহর গোল এখন ১৭৬টি। যা প্রিমিয়ার লিগের সপ্তম সেরা। ম্যাচের আগে অঁরির সঙ্গে সমান ১৭৫টি গোল ছিল সালাহর। এ দিন জালের দেখা পেয়ে সাবেক ফরাসি তারকাকে ছাড়িয়ে গেলেন মিসরীয় লিভারপুল ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে ২৬০ গোল করে সবার উপরে আছেন অ্যালান শিয়েরার। দুই, তিন ও চারে যথাক্রমে হ্যারি কেইন, ওয়েইন রুনি ও অ্যান্ডি কোল। তাদের গোল ২১৩, ২০৮ ও ১৮৭। এই চার জনই ইংল্যান্ডের। পাঁচে থাকা আর্জেন্টাইন সার্জিও অ্যাগুয়েরোর গোল ১৮৪। ১৭৭ গোল নিয়ে তার পরেই আছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এক গোল কম নিয়ে পরের অবস্থান সালাহর। তার পরের আছেন থিয়েরি অঁরি। তবে প্রিমিয়ার লিগে বিদেশি খেলোয়াড়দের মধ্যে আগুয়েরোর পরের অবস্থানে সালাহ। আর লিভারপুলের হয়ে ১৩২ গোলে তৃতীয় সেরা গোলদাতাও তিনি।অ্যানফিল্ডের গোল সংখ্যায় পাঁচে এই তারকার নাম। গতকাল অ্যানফিল্ডের গোলটি মিসরীয় তারকার প্রিমিয়ার লিগে ১০০তম গোলও। চলতি মৌসুমে সব মিলিয়ে ৩২ ম্যাচে ২৩ গোলের পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেছেন সালাহ। আর লিগে ২২ ম্যাচে সালাহর গোল ১৯টি, অ্যাসিস্ট ১৩টি।

