১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ডিপসিক অ্যাপ কীভাবে ব্যবহার করবেন?

প্রতিদিনের ডেস্ক:
প্রযুক্তি দুনিয়ায় একটি অ্যাপ নিয়ে হঠাৎ বেশ আলোচনা শুরু হয়েছে। যার নাম ডিপসিক। ডিপসিক একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি, যা ওপেন সোর্স ভাষা মডেল তৈরি করে। হাংচৌ-এ অবস্থিত এই প্রতিষ্ঠানটি চীনা হেজ ফান্ড হাই-ফ্লায়ার দ্বারা অর্থায়নপ্রাপ্ত এবং এর সহ-প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং ২০২৩ সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন।ডিপসিক একটি জেনারেটিভ এআই চ্যাটবট তৈরি করেছে, যা চ্যাটজিপিটির মতোই কাজ করে। তবে ডিপসিকের বিশেষত্ব হলো এটি ওপেন সোর্স অর্থাৎ এর কোড ব্যবহার, সংশোধন এবং দেখার জন্য সবার জন্য উন্মুক্ত। এটি নির্মাণের উদ্দেশ্যে সোর্স কোড এবং ডিজাইন ডকুমেন্টস অ্যাক্সেস এবং ব্যবহারের অনুমতি প্রদান করে।কোম্পানিটি শীর্ষ চীনা বিশ্ববিদ্যালয় থেকে তরুণ এআই গবেষকদের নিয়োগ করেছে এবং কম্পিউটার বিজ্ঞান ক্ষেত্রের বাইরে থেকেও নিয়োগ করেছে, যাতে মডেলের জ্ঞান ও ক্ষমতা বৈচিত্র্যময় হয়।ডিপসিকের ওপেন সোর্স এআই মডেল এআই গবেষণা ও উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর মাধ্যমে ছোট প্রতিষ্ঠান ও গবেষকরা সহজেই এআই প্রযুক্তি ব্যবহার ও উন্নয়ন করতে পারবেন।ডিপসিক পাওয়া যাবে বিনামূল্যে। ওপেনএআই ০১ এবং ক্লাউড সোনেটের মতো অন্যান্য সিস্টেমগুলোর ক্ষেত্রে পেইড সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে। আবার সাবস্ক্রিপশন নিলেও ব্যবহারের একটা নির্দিষ্ট লিমিট থাকে। যদিও গুগল জিমিনি ফ্রি-তেই পাওয়া যায়। তবে এরও ব্যবহারের সীমা নির্ধারিত থাকে। কিন্তু ডিপসিকের ক্ষেত্রে কোনো লিমিট থাকে না। আর এটা সম্পূর্ণ রূপেই ফ্রি।ডিপসিক ফ্রি, কারণ এর ক্ষেত্রে কিছু প্রধান প্রযুক্তির অগ্রগতি ঘটেছে। আর ডিপসিক আর১-এর সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হলো কস্ট-এফিশিয়েন্সি। আর দাম যেহেতু কম, তাই আর১ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে করে দেওয়া হয়েছে। ডিপসিক আসলে এআই সিস্টেমের দাম কমিয়ে আনছে। এটি চালানোর জন্য কম্পিউটিং অথবা গ্যাজিলিয়ন গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হবে না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়