প্রতিদিনের ডেস্ক॥
দলে সাকিব আল হাসান না থাকায় বাংলাদেশকে বিশ্বমঞ্চে আর খুঁজেই পাওয়া যাবে না। আইসিসির বর্ষসেরা দলে বাংলাদেশি কোনো ক্রিকেটার সুযোগ না পাওয়ায় এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। তার মতে, মাঠে ও মাঠের বাইরে শুধু পতনই হচ্ছে বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্স-আপের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তবে দলটির কোনো ক্রিকেটার বর্ষসেরা দলে জায়গা পাননি। এ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে আলাপকালে উঠে আসে বাংলাদেশের প্রসঙ্গও। আকাশ মনে করেন, সাকিব বাংলাদেশের হয়ে আর খেলছেন না বলে অদূর কিংবা দূর ভবিষ্যতে এসব বর্ষসেরা একাদশে কোনো বাংলাদেশিকেই পাওয়া যাবে না। আকাশ বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ থেকে আইসিসির বর্ষসেরা একাদশে কেউ নেই। আমি ভাবছি বাংলাদেশের ক্রিকেটের হলোটা কী। সে (সাকিব) নেই, দলটার নামই আর কোথাও পাওয়া যাবে না। খতম। ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট- কোথাও কোনো বাংলাদেশি নেই। মাঠে ও মাঠের বাইরে- তাদের শুধু পতনই হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক।’

