প্রতিদিনের ডেস্ক॥
তার চুমুকাণ্ডের বিষয় নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন সংগীতশিল্পী উদিত নারায়ণ বলেন, তিনি ভারতরত্ন পেতে চান। তার কথায়, আমি অনেক ফিল্মফেয়ার, পদ্মশ্রী এবং পদ্মভূষণ পেয়েছি। কিন্তু এবার আমি লতাজির মতো ‘ভারতরত্ন’ পুরস্কার পেতে চাই। তিনি আমার আইডল। আমার প্রজন্মের গায়কদের মধ্যে আমি লতাজির সবচেয়ে প্রিয় গায়ক ছিলাম।