৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

গান-বইয়ের ব্যস্ততায় পুতুল

প্রতিদিনের ডেস্ক॥
ক্লোজআপ ওয়ান সংগীত প্রতিযোগিতার মাধ্যমে পেশাগতভাবে গানের জগতে আবির্ভাব ঘটে সাজিয়া সুলতানা পুতুলের। এরপর ধারাবাহিকভাবে গান করে গেছেন তিনি। একাধারে তিনি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। উপস্থাপিকা হিসেবেও তার নাম আছে। এদিকে এর বাইরে গত কয়েক বছর ধরেই নিয়মিত একুশে গ্রন্থমেলায় বই প্রকাশ করে যাচ্ছেন তিনি। আর সেই বই ইতিমধ্যে পাঠক মহলে গ্রহণযোগ্যতা পেয়েছে। তারই ধারাবাহিকতায় অনন্যা প্রকাশনী থেকে এবারের গ্রন্থমেলায়ও প্রকাশ পাচ্ছে পুতুলের নতুন উপন্যাস ‘শিল্পীসত্তার ব্যবচ্ছেদ’। এ বিষয়ে তিনি মানবজমিনকে বলেন, মূলত এটি আমার জীবন কাহিনীকে ঘিরে নয়, এটি একজন শিল্পীর জীবনের নানা অভিজ্ঞতা, তার সুখ-দুঃখ সব কিছু নিয়ে বইটি লেখা হয়েছে। এই বইটি পড়লে মনে হবে যেন একজন শিল্পী নিজের কথা বলছেন। জটিলতাকে দূরে ঠেলে বাধা-বিপত্তি অতিক্রম করে একজন শিল্পীর সংগ্রামকে তুলে ধরা হয়েছে। এদিকে গানের ব্যস্ততা প্রসঙ্গে পুতুল বলেন, ইতিমধ্যে পাঁচটি গানের কাজ করেছি। ১৪ই ফেব্রুয়ারি আমার নতুন গান ‘শীতের একটা রাতে’ মুক্তি পাবে। সামনে আরও একটি গান আসছে। গানটির শিরোনাম ‘শেষের কবিতাগুলো’। এ ছাড়া তিনি বলেন, এ বছর অনেক গানের কাজ হবে। ঈদের জন্যও গানের কাজ ইতিমধ্যে শুরু করেছি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়