৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

চৌগাছায় নিষিদ্ধের পরও কমেনি পলিথিনের ব্যবহার, বেড়েছে দাম

এম এ রহিম, চৌগাছা
যশোরে চৌগাছা উপজেলা বাজারে নিষিদ্ধ হচ্ছে পলিথিন এমন খবর শুনেই বাড়ানো হয়েছে পলিথিনের দাম। যে পলিথিন বিক্রি হতো কেজিপ্রতি ২০০ টাকায়, তা ৩০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৩০ টাকায়। উপজেলার বিভিন্ন বাজারে দেখা গেছে এমন চিত্র। নিষিদ্ধের পরও উৎপাদন বন্ধ না হওয়ার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় দায়িত্বশীলদের উদাসীনতাকে দায়ী করছে সাধারণ মানুষ। তথ্য অনুসন্ধানে জানা যায়, পতিত সরকার পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর সব ধরনের পলিথিন ব্যাগ ও কাগজ ব্যবহার নিষিদ্ধ হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কাঁচা বাজার ও দোকানে পলিথিন ব্যাগ ও বড় পলিথিনের রোল থাকায় অভিযান চালিয়ে পলিথিন জব্দ ও অর্থদন্ড করা হয়। পলিথিন ব্যবহার বন্ধে চালানো হয় সচেতনতা। তবে এত উদ্যোগের পরও কাঁচাবাজার, মুদি দোকানসহ কোন ব্যবসা প্রতিষ্ঠানে পলিথিনের লাগাম টানা যায়নি। বরং ছোট, মাঝারি, বড় আকৃতির পলিথিন ব্যাগের দাম বেড়েছে দ্বীগুণ। এছাড়াও বিভিন্ন অবকাঠামো নির্মাণসহ অন্যান্য কাজে ব্যবহৃত পলিথিনের দাম রোল প্রতি বেড়েছে অনন্ত ৫০ টাকা। চৌগাছা বাজারের পাইকারী বিক্রেতা রাবন সরকার জানান, সব ধরনের পলিথিনের দাম কেজি প্রতি প্রায় ৩০ টাকা করে বেড়েছে। আগে কেজিপ্রতি ২০০ টাকা বিক্রি হতো। এখন বিক্রি হচ্ছে ২৩০ টাকা দরে। ব্যবহারকারী শাহীনুর রহমান ও বিক্রেতা সামাউল হোসেন বলছেন, মানুষের নিত্যদিনের ব্যবহারের জন্য সহজলভ্য বিকল্প ব্যাগ বাজারে না আসলে পলিথিনের ব্যবহার কমানো অসম্ভব হবে। এ ব্যাপারে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, পলিথিনি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশনা মেনে যদি মানুষজন পলিথিন ব্যবহার না করে তাহলে তো আর দাম বাড়বে না। তবে পলিথিন ব্যবহার না করার জন্য আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়