প্রতিদিনের ডেস্ক॥
রাজধানীর কামরাঙ্গীরচরের একটি রেস্তরাঁ উদ্বোধন করার কথা ছিল ঢাকাই ছবির নায়িকা অপু বিশ্বাসের। কিন্তু পারিশ্রমিকের অগ্রিম ৫০ হাজার টাকা নিয়েও অনুষ্ঠানে অংশ না নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এমনকি বাংলাদেশ শিল্পী সমিতিতে প্রতারণার লিখিত অভিযোগ জানিয়েছেন রেস্তরাঁ মালিকের ভাই নৃত্যপরিচালক ও অভিনয়শিল্পী প্রিন্স রানা। তাদের অভিযোগ, অপু বিশ্বাসের ৩টার সময় আসার কথা থাকলেও তিনি ফোন রিসিভ করেননি। ৪টা ৩০ এ ফোন করে তিনি বলেন, কোথায় আসতে হবে। তখন অনুষ্ঠান প্রায় শেষ। পরবর্তীতে অগ্রিম টাকা ফেরত চাওয়া হয়। কিন্তু তার পরিবর্তে তিনি আরও ১ লাখ টাকা দাবি করেন। এবার এমন অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, যারা আয়োজক ছিলেন তারা শিল্পী সমিতিতে অভিযোগ করেছেন কি না, তা জানি না। শুধু এতটুকু বলবো, আমি শিল্পী। তাদেরকে আমি চিনিও না। তারা কাজটির জন্য আমার সঙ্গে যোগাযোগ করে ১ লাখ টাকায় চূড়ান্ত করেন। আমি যেহেতু ঢাকায় থাকি, সেক্ষেত্রে জ্যামের কারণে টাইমিং একটু এদিক-ওদিক হতেই পারে। কিন্তু তারা আমার জন্য অপেক্ষা না করে
অনুষ্ঠানটি শেষ করে ফেলেন। এখন আমাকে দেয়া অগ্রিম ৫০ হাজার টাকা ফেরত চান। আমি প্রফেশনাল মানুষ, আমি আমার পারিশ্রমিক চাই।