৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোর উপশহর বি-ব্লকের রাস্তার কার্পেটিং কাজে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক
যশোর উপশহর বি-ব্লকের রাস্তার কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ যেসব মেটেরিয়াল দিয়ে রাস্তা নির্মানে করার কথা থাকলেও সেগুলো ব্যবহার না করে রাস্তা কাজ শেষ করেছে সংশ্লিষ্ট ঠিকাদার। জেলা পরিষদের সহকারী ওয়াহিদুজ্জামান জানান উপশহর বিব্লকের ১৫০ মিটার রাস্তার কার্পেটিং কাজের জন্য ২০২৪ সালের ২০ ডিসেম্বর টেন্ডার আহবান করা হয়। এ সংক্রান্ত বিজ্ঞাপন পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়। কাজের ব্যয় ধরা হয় ৯ লাখ ১০ হাজার টাকা। কাজ পান উপশহরের নয়ন নামে এক ঠিকাদার। প্রকৌশলী আরো জানান, রাস্তার কার্পেটিং কাজে নতুন প্রিকেটিং ও ব্রিকস ইটের তিন ইঞ্চি খোয়ার সাথে পুরাতন ইটের খোয়া মিশ্রন করে ২৫ মিলি কার্পেটিং ও ৭ মিলি সিলকোর্ট করতে হবে। রাস্তায় কার্পটিং এ ১ ইঞ্চি পিচ দিতে হবে। তবে কাজের সংশ্লিষ্ট ঠিকাদার মেটেরিয়াল সঠিক ভাবে না দিয়ে তড়িঘড়ি করে রাতের আধারে কাজ শেষ করেছে একারনে ১৬ ফিট রাস্তা করা হয়েছে সাড়ে ১০ ফিট। এ ব্যাপারে জেলা পরিষদের সহকারী ওয়াহিদুজ্জামান জানান রাস্তা মেপে সাড়ে ১০ ফিট পাওয়া গেছে। সেটাই কার্পটিং করা হয়েছে। রাস্তা কাজ সঠিক হয়েছে কি না এ বিষয়ে এলজিইডির ল্যাবে ফাইল পাঠানো হবে। সেখান থেকে রিপোর্ট পাঠালে ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়