৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

যুক্তরাষ্ট্র সামরিক বিমানে করে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে

প্রতিদিনের ডেস্ক
কলম্বিয়াসহ বেশ কিছু দেশে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এবার সামরিক বাহিনীর বিমানে করে ভারতীয় অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট পদে ফেরার পর থেকেই অবৈধ অভিবাসন এবং অনুপ্রবেশের মতো ইস্যুতে জিরো টলারেন্স নীতিতে চলছেন ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে, সে ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীর সহযোগিতা নিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ভারতের উদ্দেশে সি-১৭ বিমান রওনা দিয়েছে। তবে বিমানটিতে কতজন ভারতীয় অভিবাসী আছে, সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী ১৩ ফেব্রুয়ারি দেখা করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটন ডিসিতে তাদের বৈঠক হতে পারে বলে কয়েকটি সূত্র জানিয়েছে। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, নথিপত্রহীন অভিবাসীদের ফেরত নিতে ভারতের কোনো আপত্তি নেই। -সূত্র : রয়টার্স, এনডিটিভি

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়