প্রতিদিনের ডেস্ক॥
গ্র্যামির মঞ্চে ইতিহাস গড়লেন মার্কিন পপতারকা বিয়ন্সে। যুক্তরাষ্ট্র্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যানজেলসে বাংলাদেশ সময় গতকাল সকালে বসে গ্র্যামির ৬৭তম আসর। বিশ্বখ্যাত তারকাদের দ্যুতিতে সংগীত দুনিয়ার সবচেয়ে বড় এ অনুষ্ঠান আরও উজ্জ্বল হয়ে ওঠে। মার্কিন পপতারকা বিয়ন্সে গ্র্যামির জৌলুস আরও বাড়িয়ে তুলেছেন। ২০২৪ সালে মুক্তি পাওয়া গায়িকার ‘কাউবয় কার্টার’ আ্যালবামটি এবার সর্বোচ্চ ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে। বিয়ন্সে এখন পর্যন্ত সবচেয়ে বেশিসংখ্যক গ্র্যামি পাওয়ার রেকর্ড করেছেন। এদিকে তার ‘কাউবয় কার্টার’ জিতেছে গ্র্যামির সর্বোচ্চ বর্ষসেরা অ্যালবামের পুরস্কার। এর আগে গ্র্যামিতে সর্বোচ্চ ৩২ বার পুরস্কার জয়ের রেকর্ড করেছিলেন এই মার্কিন তারকা। এদিকে, ৫০ বছর পর এই প্রথমবার কোনো কৃষ্ণাঙ্গ সংগীতশিল্পী গ্র্যামি জিতলেন বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে। এই অ্যালবামটি ছিল মূলত যুক্তরাষ্ট্র আমেরিকার পশ্চিম অংশে বসবাসকারী কৃষ্ণাঙ্গ পশুপালকদের নিয়ে। আর গ্র্যামির সেরা শিরোপা সেই অ্যালবামটি পেলো। টেইলর সুইফট বিয়ন্সের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।