আলমগীর হোসেন, পাটকেলঘাটা
বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ কৃষকদের সুসংগঠিত করার লক্ষ্যে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ১৪ ই ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৩ ঘটিকায় ৩ নং সুরুলিয়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে পাটকেলঘাটা নীলিমা ইকো পার্কে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক দলের আবহাওয়াক মোহাম্মদ লিটন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ আলী হোসেন, সদস্য সচিব রাজিব এছাড়াও জাসসের পাটকেলঘাটা থানার আহবায়ক মোহাম্মদ সামিউল ইসলাম রুবেল, সদস্য সচিব মোঃ সাইদুর রহমান বাবু, যুগ্ন আহবায়ক মোহাম্মদ আশরাফুল, মোঃ শহীদ, আব্দুল লাহী,শেখ হামিদুর রহমান হীরা, মোহাম্মদ মফিদুল, মোহাম্মদ আরেফিন সহ অনেকে। উক্ত সমাবেশে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আনারুল ইসলাম ৩ নং সরুলিয়া ইউনিয়ন পরিষদ। সমাবেশে অতিথিরা বলেন বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এদেশে কৃষকদের অবদান অনস্বীকার্য। তারা যদি ভালোভাবে পণ্য উৎপাদন করতে না পারে তাহলে দেশের সকল মানুষের জন্য ক্ষতি। তাই কৃষকদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে তাদেরকেও সমান অধিকার দিতে হবে।