প্রতিদিনের ডেস্ক॥
এক্সএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘গ্রোক ৩’ লাইভ সম্প্রচারের মাধ্যমে উন্মুক্ত করা হবে।এক্সএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘গ্রোক ৩’ লাইভ সম্প্রচারের মাধ্যমে উন্মুক্ত করা হবে। এআই কোম্পানিটির প্রতিষ্ঠাতা মার্কিন ধনকুবের ইলোন মাস্ক জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাত ৮টার দিকে প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে। খবর রয়টার্স।
২০২৩ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি চ্যাটবট গ্রোকসহ বিভিন্ন এআই প্রযুক্তির বিকাশে কাজ করছে। নতুন সংস্করণকে ওপেনএআইয়ের চ্যাটজিপিটির বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
এর আগে গত সপ্তাহে মাস্ক জানান, গ্রোক ৩ মডেল বিকাশের শেষ পর্যায়ে রয়েছে এবং এক থেকে দুই সপ্তাহের মধ্যে উন্মুক্ত করা হবে। তিনি বলেন, ‘নতুন মডেলটির যুক্তি বিশ্লেষণের ক্ষমতা খুবই শক্তিশালী। এখন পর্যন্ত আমাদের পরীক্ষাগুলোয় এটি যেকোনো প্রকাশিত মডেলের চেয়ে ভালো কাজ দেখিয়েছে।’
প্রতিবেদনে আরো বলা হয়েছে, প্রযুক্তি উদ্যোক্তা ইলোন মাস্কের এক্সএআই মাইক্রোসফট সমর্থিত ওপেনএআই ও অ্যালফাবেটের গুগলের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করছে। উল্লেখ্য, মাস্ক নিজেও ওপেনএআইয়ের অন্যতম সহপ্রতিষ্ঠাতা।
গত ডিসেম্বরে এআই চ্যাটবটটি বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। এর আগে পরিষেবাটি শুধু প্লাটফর্মের প্রিমিয়াম পেইড সাবস্ক্রাইবারদের মধ্যে সীমাবদ্ধ ছিল। নতুন সিদ্ধান্তের ফলে এখন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সের যেকোনো ব্যবহারকারী গ্রোক ব্যবহার করতে পারছেন।