১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ইমামের

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার খাদিমপুর গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে। তিনি একটি মসজিদে ইমামতি করতেন। স্থানীয় ইউপি সদস্য আরাফাত হোসেন বলেন, আসরের নামায আদায় শেষে শুনতে পাই জাহাঙ্গীর আলম মারা গেছেন। পরে খোঁজ নিয়ে জেনেছি বিকেলে জাহাঙ্গীর আলম তার ভাগনে সম্রাটকে সঙ্গে করে মোটরসাইকেলযোগে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন। বৃষ্টি হওয়ায় খাদিমপুর মোড়ের রাস্তায় কাদায় পিচ্ছিল ছিল। সেখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তারা। এ সময় ট্রাক-বাস কিংবা অন্য কোনো যানবাহনের চাকা জাহাঙ্গীরের কপালের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান স্বজনরা। আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আজগার আলী বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন বলে শুনেছি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়