১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

আফগানিস্তানে নারী ক্রিকেট চান পুরুষ দলের অধিনায়ক

প্রতিদিনের ডেস্ক॥
তালেবান সরকার ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নারী ক্রিকেটের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তাতে দেশটির নারী ক্রিকেটারদের বেশিরভাগই বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রায় নিয়েছেন। তালেবানদের এমন আইনের বিরোধিতা করেছে অনেক দেশের ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা। এবার দেশটির পুরুষ দলের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিও তালেবানদের এমন আইনের বিরোধিতা করে কথা বলেছেন। আগেও যেমন একজনের প্রশ্নের উত্তরে বললাম, রাজনীতি ও এই সংক্রান্ত ব্যাপারগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা স্রেফ ক্রিকেট খেলোয়াড়। মাঠই আমাদের জায়গা এবং সেখানে নেমে খেলার সময় আমরা সবসময় শতভাগ দেওয়ার চেষ্টা করি। চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচ নিয়েও অনেক বিতর্ক হয়েছে। ইংল্যান্ডের অনেকেই এই ম্যাচ বয়কটের ডাক দিয়েছিলেন। শেষ পর্যন্ত বোর্ড ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয়। এ প্রসঙ্গে শাহিদি বলেন, ‘আমরা স্রেফ ক্রিকেট খেলোয়াড়, আমরা ক্রীড়াবিদ। মাঠের ভেতরের ব্যাপারই কেবল আমাদের হাতে আছে। মাঠের বাইরের ব্যাপার নিয়ে আমরা চিন্তিত নই।’ কিছুদিন আগে আফগান নারীদের নার্সিং কোর্স বন্ধ করে দেয় তালেবানরা। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছিলেন রাশিদ খান-মোহাম্মদ নাবিরা। এ প্রসঙ্গে আফগানিস্তানের কো জোনাথন ট্রট বলেন, এই ছেলেরা অবশ্য সাহসী। কোনটি ভুল আর কোনটি ঠিক, তারা তা জানে। তাদের জন্য পরিস্থিতি সত্যিই ‘ট্রিকি।’ তারা জানে, কাদের হয়ে তারা খেলছে এবং প্রতিনিধিত্ব করছে। দেশে মানুষের মুখে হাসি ফোটাতে ওরা কঠোর পরিশ্রম করে এবং ছেলেরা দারুণ সাহসী, তাড়না প্রবল ও গর্বিত এটা করতে পেরে। তবে এটাও তারা জানে, কিছু ব্যাপার আফগানিস্তানে ঠিক হচ্ছে না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়