নিজস্ব প্রতিবেদক॥
যশোরে সামাজিক বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসন যশোরের সহযোগিতায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী, সংগঠন, সুশীল, সমাজ ও গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণের মাসব্যাপী গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি উদ্বোধন করা হয়েছে । উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল ইসলাম ও সামাজিক বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল অংশ নেন। যশোর সামাজিক বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন এক মাস ব্যাপী আমাদের এই সামাজিক বনবিভাগের তত্ত্বাবধানে যশোরের বিভিন্ন জায়গার গাছ থেকে (পেরেক অপসারণ) কর্মসূচি মাসব্যাপী চলবে। আরও উপস্থিত ছিলেন যশোর সামাজিক বোন বিভাগের আরও অন্যান্য সম্মানীয় কর্মকর্তা বৃন্দ।

