৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ 

অপারেশন ডেভিল হান্ট : বাগেরহাটে ২০ দিনে গ্রেফতার ২৫৭

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
বাগেরহাটের বিভিন্ন এলাকায় ২০ দিনে ডেভিল হান্টের অভিযানে যৌথ বাহিনী ২৫৭ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। বাগেরহাট জেলার ৯টি উপজেলার সর্বত্রই ডেভিল হান্টের অভিযান চলছে।
বাগেরহাট জেলা পুলিশের ডিএসবি শাখার পরিদর্শক কাজী শাহিদুজ্জামান জানান, অপারেশন ডেভিল হান্টের অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ নিয়ে এ পর্যন্ত অপারেশন ডেভিল হান্টের অভিযানে বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে ২৫৭ জনকে গ্রেপ্তার করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়