১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

‘ভিতটা পুরাতন বলেই টিকে গেছি’

প্রতিদিনের ডেস্ক॥
ঋতুপর্ণা সেনগুপ্ত তার নতুন ছবি ‘পুরাতন’ নিয়ে হাজির হতে চলেছেন। আর এই ছবির গল্পটা পুরাতন আর নতুনের মেলবন্ধন। ছবিটি প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ছবিটিতে আমার মায়ের চরিত্রে অভিনয় করেছেন শর্মিলা ঠাকুর। আমি পরিচালক সুমন ঘোষকে বলেছিলাম, মা আর মেয়ের গল্প নিয়ে একটা সিনেমা করতে চাই। তখন ও এই গল্পটা শোনায়। মায়েদের পুরাতন, সনাতন চিন্তাভাবনা থাকে। তার সঙ্গে আমাদের নতুন ধারণার মেলবন্ধনকে খুব ভালো একটা স্টোরি লাইনে বাঁধা যেতে পারে বলে মনে হয়েছিল। সেই থেকেই ‘পুরাতন’। হাল সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে তারকা হচ্ছে। এ বিষয়টি নিয়ে বলতে গিয়ে ঋতুপর্ণা বলেন, আমি সোশ্যাল মিডিয়ার সমালোচনা করতে চাই না। তবে আমি যে সময়ে কাজ শুরু করেছিলাম, পরিচালককে অবলম্বন করেই এগিয়েছি। তখন এত মিডিয়া ছিল না। ভ্যানিটি ভ্যান ছিল না। যখন যে রকম পরিস্থিতি, সেখানেই মেকআপ, ড্রেস চেঞ্জ করে নিতাম। আমাদের ভিতটা পুরাতন। তাই এত বছর টিকে গিয়েছি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়