১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মাদকসম্রাট ইমরান গ্রেফতার

আলমগীর হোসেন, পাটকেলঘাটা
তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের মাদক সম্রাট, জুয়ারের মাস্টারমাইন্ড, নারীলোভী, আওয়ামীলীগের দোসর, দালাল,সন্ত্রাসী ইমরানকে আটক করেছে তালা থানা পুলিশ ৷ এমরান মোড়ল জালালপুর গ্রামের মোহাম্মদ মোড়ল,(কসাই মোহাম্মদ) এর পুত্র ৷ শনিবার (১লা মার্চ) সকালে তালা থানার এস আই শাহিনুর রহমান শাহিন জেঠুয়া বাজার হতে তাকে গ্রেফতার করেন ৷
নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় একাধিক ব্যক্তি জানান, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ইমরান জুয়ার মাস্টার এজেন্ট, মাদক সম্রাট নামে পরিচিত, তার আন্ডারে ৫০টির মত সাব এজেন্ট চলে ৷ এতদিন প্রশাসনকে ম্যানেজ করে জালালপুর গ্রামে ত্রাসের রাজ্য কায়েম করেছে ৷ এমন কোন অপকর্ম নাই ইমরান করে নাই, সন্ত্রাসী, চাঁদাবাজি, ইভটিসিং, মদ জুয়া এগুলো তার নিত্যদিনের কাজ ছিল, তার অত্যাচার এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, সে জামায়াত ও বিএনপি লোকদেরকে বিভিন্নভাবে হয়রানি, অত্যাচার ও নির্যাতন করেছে ৷ তার কারণে বহু সংসার ভেঙে গেছে ৷ তাকে গ্রেপ্তার করায় এলাকায় আনন্দের জোয়ার বয়ে গেছে ৷ এতদিন পরে হলেও পুলিশ তাকে গ্রেফতার করেছে, এইজন্য তালা থানার ওসিসহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আরও জানান,তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না, তার ভয়ে নারীরা রাতে ঘুমাইতে পারে না, অত্যন্ত ভয়ংকর নিকৃষ্ট মনের মানুষ এই এই সন্ত্রাসী ইমরান ৷ আওয়ামী লীগের দোসর এই ভয়ংকর সন্ত্রাসী ইমরান গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান লিটু সাহেবের পোস্টার ছিড়ে পায়ের তলায় পিষ্ট করেছিলো ৷ তার বিরুদ্ধে কেউ কোন কথা বলার সাহস পায়না৷

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়