২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ  । ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

বাঘারপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক বেসিক প্রশিক্ষণ কোর্স শুরু

নিজস্ব প্রতিবেদক॥
দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকার এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পযার্য়) প্রকল্পের আওতায় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সদর ও বাঘারপাড়া উপজেলার উপজেলার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে ৪ দিন ব্যাপী দ্বিতীয় ব্যাচের গ্রাম আদালত বিষয়ক বেসিক প্রশিক্ষণ কোর্স বাঁচতে শেখা প্রশিক্ষণ কেন্দ্র, আরবপুর, যশোর শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন পর্বে মোঃ রফিকুল হাসান, উপপরিচালক, স্থানীয় সরকার, যশোর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক গ্রাম আদালত সক্রিয়করণে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকতার্দের ভূমিকা ও করণীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং প্রশিক্ষণ কোর্সে সক্রিয়ভাবে অংশগ্রহণের নির্দেশনা প্রদান করেন। উদ্বোধনী পর্বে সঞ্চালনা করেন জেলা ম্যানেজার এ্যাড. মহিতোষ কুমার রায়। প্রশিক্ষণে যশোর জেলার সদর ও বাঘারপাড়া উপজেলার ২৪ জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকতার্ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকতার্গণ আইন ও বিধি মোতাবেক গ্রাম আদালত পরিচালনায় ইউপি চেয়ারম্যান মেম্বারদের সহযোগিতা করবেন। গ্রাম আদালতের আইন ও বিধিমালা বিষয়ে চেয়ারম্যান ও মেম্বারদের ধারণা প্রদান করবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়