১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে বাজার মনিটরিং করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

সুকুমার দাশ বাচ্চু, কালীগঞ্জ
পবিত্র মাহে রমজান মাসের শুরুতে কালীগঞ্জ উপজেলা সহ বিভিন্ন বাজারে খিরাই, কাঁচামরিচ, বেগুন, ঢেড়স, উচ্ছে করলা, আলু ,গাজর সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এদিকে মঙ্গলবার ৪ মার্চ ভোক্তা পর্যায়ে বাজারে জিনিসপত্রের দাম মূল্য তালিকা টানিয়ে রাখার উপরে গুরুত্ব আরোপ করে বাজার মনিটরিং করলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। তিনি কালীগঞ্জের ফুলতলা মোড় কাঁচা বাজার মাছ বাজার মাংসের দোকান সহ কালিগঞ্জ বাজার এলাকা বিভিন্ন দোকান মনিটরিং করেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে হবে কেউ কারসাজি করে বাজারে জিনিসপত্রের দাম বাড়তি মূল্যে বিক্রয় করবেন না। প্রতিটি কাঁচা বাজার সহ মুদি দোকানের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ প্রদান করেন। অন্যথায় আগামীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। বাজার মনিটরিং এর সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকীর আহমেদ। রমজানের শুরুতেই ৩০ টাকা কেজি দরের খিরায় ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ছাড়া ৪০ টাকা কেজি দরের কাঁচা মরিচের দাম ৮০ টাকা, করলা ১২০ টাকা, ঢেঁড়স ৯০ টাকা ,বেগুন, আলু কলা সহ অন্যান্য কাঁচা সবজির দাম বেড়েই চলেছে। অন্যদিকে মাছ ,দেশি মুরগি মাংসর দাম বৃদ্ধি পেয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মানা হচ্ছে না বলে ক্রেতারা অভিযোগ করছেন। ক্রেতারা বেশি দামে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে, বিশেষ করে নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষের মধ্যে ব্যাপক বিড়ম্বনা। রমজান মাসজুড়ে উপজেলা প্রশাসনের এ ধরনের বাজার মনিটরিং অব্যাহত থাকুক সাধারণ মানুষের এটাই প্রত্যাশা করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়