১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ইঁদুর দৌড়ে বিশ্বাসী নন দীপিকা

প্রতিদিনের ডেস্ক
২০০৭ সালে অভিনয়ের সফর শুরু করেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শুধু বলিউড নয়, দক্ষিণী চলচ্চিত্র জগৎ ও হলিউডেও নিজের পরিচিতি তৈরি করেছেন। অনেক সফল ছবির নায়িকা তিনি। বর্তমানে তাকে ভারতের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে ধরা হয়। পারিশ্রমিকের দিক থেকেও অন্যান্য অভিনেত্রীদের চেয়ে তিনিই শীর্ষে। তবে দীপিকা মনে করেন, সবচেয়ে বেশি পারিশ্রমিকের অধিকারী হলেও তা বড় করে তুলে ধরার প্রয়োজন নেই। আর কয়েক বছর পরে এই বিষয়কে গুরুত্বই দেয়া হবে না। অভিনেত্রী বলেছেন, আমি আশা করছি, আমরা এমন একটা সময়ে পৌঁছাবো, যখন আর আমাদের এই নিয়ে কথাই বলতে হবে না। অর্থাৎ তখন নারীদের পারিশ্রমিক আর আলোচনার বিষয় হবে না। কারণ একটা সময়ে নায়ক আর নায়িকার পারিশ্রমিকে বিস্তর ফারাক থাকতো। কিন্তু সেই ছক তিনি নিজেই ভেঙে ফেলেছেন। তাই আজ তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন। তবে কখনোই ইঁদুর দৌড়ে বিশ্বাসী নন বলে জানান দীপিকা। তিনি বলেন, ভালো কাজ করার লক্ষ্য প্রথম থেকেই ছিল। তবে সেইসঙ্গে যাতে মানসিক শান্তি বজায় থাকে সেই ব্যাপারে সর্বদা নজর রেখেছি। ইঁদুর দৌড়ে বিশ্বাসী নই আমি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়