প্রতিদিনের ডেস্ক
ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শ্রেয়াস আইয়ার। অথচ গত বছরও খুব একটা আলোচনায় ছিলেন না টুর্নামেন্টে ২৪৩ রান করা ভারতীয় ব্যাটার। এমনকি কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়তে হয়েছিল তাকে। চুক্তি থেকে বাদ পড়ার পর অবশ্য ছন্দে ফেরা শুরু করেন শ্রেয়াস। যার ফল পাওয়া গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলে চ্যাম্পিয়ন করার মধ্যে দিয়ে। টুর্নামেন্টে ৩৫১ রান করে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছেন কলকাতার তখনকার অধিনায়ক। কিন্তু চ্যাম্পিয়ন করার পরও সর্বশেষ মেগা নিলামে তাকে ধরে রাখেনি তিনবারের চ্যাম্পিয়নরা। নিলামে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াসকে দলে টেনেছে পাঞ্চাব কিংস। দলটির হয়ে আগামী ২২ মার্চ শুরু হতে যাওয়া আসরে নেতৃত্বও দেবেন ভারতীয় ব্যাটার। তবে কলকাতাকে চ্যাম্পিয়ন করার পরও আক্ষেপ থেকে গেছে তার। সাবেক ফ্র্যাঞ্চাইজি থেকে প্রাপ্য সম্মান না পাওয়ার কথা জানিয়েছেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফি জয়ের অনুভূতি প্রকাশ করার সময় টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দেওয়ার সময় শ্রেয়াস বলেছেন, ‘ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আইপিএল জেতার পর যে স্বীকৃতি পেতে চেয়েছিলাম, তা পাইনি। তবে দিন শেষে, নিজের ওপর সৎ থাকলে এবং কেউ না দেখলেও সঠিক কাজ করে যাওয়া যায়। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমি সেটাই করে চলেছি। স্বীকৃতি বলতে সম্মান পাওয়ার কথা বুঝিয়েছি। মাঠে যে প্রচেষ্টা দেখাই, সেটার জন্য সম্মান দেখানোর কথা বলছি।’ গত বছরের চড়াই-উত্তরাই পেরিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা অনেক তৃপ্তির জানান শ্রেয়াস। ভারতের মিডল অর্ডার ব্যাটার বলেছেন, ‘(চ্যাম্পিয়নদের ব্লেজার পরা) অত্যন্ত তৃপ্তির। সত্যি বলতে, অন্য রকম এক যাত্রা ছিল। ২০২৩ বিশ্বকাপের পর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার মতো ঘটনা ছিল। তবে জীবনের এই পর্যায়ে এসে অনেক কিছু শিখেছি। কোথায় ভুল করেছি তা মূল্যায়ন করেছি। কী করা উচিত, ফিটনেসে কেমন মনোযোগ দেওয়া প্রয়োজন, নিজেকে এসব প্রশ্ন করেছি। পরে রুটিন তৈরি করে অনুশীলনে মনোযোগ দিয়েছি। পাশাপাশি স্কিল বাড়ানোর কাজ করেছি।’

